করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা ইন্দোনেশিয়ার সবচেয়ে পুরনো চিড়িয়াখানাটি অবশেষে সামাজিক দূরত্ব মেনে আবার খুলে দেওয়া হয়েছে। দেশটির রাজধানী জাকার্তার রাগুনান চিড়িয়াখা তিন মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল। খবর রয়টার্স।
শনিবার এই চিড়িয়াখানাটি খুলে দেওয়া হয়েছে। ১৫৬ বছরের পুরনো এই চিড়িয়াখানায় দুই হাজার ২০০ এর বেশি প্রাণী আছে। এরমধ্যে অনেক বিলুপ্তপ্রায় প্রাণীও রয়েছে।
তবে কর্তৃপক্ষ চিড়িয়াখানা খোলার জন্য বেশকিছু নির্দেশনা মেনে চলছে। করেনা রোধে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এছাড়া একদিনে এখানে এক হাজারের বেশি দশনার্থী প্রবেশ করতে পারবেন না।
চিড়িয়াখানাটির মুখপাত্র কেটুট উইড্রোসানা বলেছেন, সবাইকে মাস্ক পরে এখানে প্রবেশ করতে হবে। এবং গর্ভবতী ও ৯ বছরের নিচের কেউ এবং বয়ষ্করা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন না। তিনি আরও বলেন, বন্ধের সময় সেখানে থাকা প্রাণীদের স্বাস্থ্যের নিয়মিত খোঁজ-খবর রাখা হয়েছে। সবই প্রাণীই সুস্থ আছে।
Leave a reply