করোনার স্থবিরতা কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। জুলাইয়ে ইংল্যান্ড সফর চূড়ান্ত করেছে পাকিস্তান। এর আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মধ্যেই হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খান করোনা টেস্টে পজেটিভ হয়েছেন। সোমবার তাদের করোনা শনাক্ত হয়।
পিসিবি জানিয়েছে, এই ৩ জনের মধ্যে করোনার তেমন কোনো উপসর্গ নেই। রোববার রাওয়ালপিন্ডিতে রুটিন পরীক্ষায় তাদের করোনা আক্রান্তের বিষয়টি ধরা পড়ে।
পিসিবির মেডিক্যাল প্যানেলের পরামর্শে এই তিন ক্রিকেটারই সেলফ আইসোলেশনে গেছেন।
এদের মধ্যে, তরুণ তারকা হায়দার আলী এবারই প্রথম জাতীয় দলে সুযোগ পেলেন। অনূর্ধ্ব-১৯ দলের এই তারকা ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৬৪৫ রান করেছেন।
করোনার পরীক্ষা করা ইমাদ ওয়াসিম ও উসমান খান শিনওয়ারির রেজাল্ড নেগেটিভ প্রমাণিত হয়েছেন। স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটার ও অফিশিয়ালদের রিপোর্ট জানা যাবে আগামীকাল।
আগামী ৩০ জুলাই লর্ডস টেস্টের মধ্য দিয়ে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজ শুরু হবে। সিরিজে ৩টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে পাকিস্তান।
Leave a reply