আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

|

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার ৫৩ তম আসর।

দ্বিতীয় দফায়ও মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়ের। রোববার বেলা ১০টা ২০ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। প্রায় ২৫ মিনিট স্থায়ী এই মোনাজাতে অতীতের সব ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া, দেশের শান্তি ও সমৃদ্ধির পাশাপাশি বিশ্বের সব মুসলমানের মঙ্গল কামনা করা হয়।

এর আগে তীব্র শীত উপেক্ষা সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য সমবেত হয়েছিল তুরাগ নদের পাড়ে।  ইবাদাত বন্দেগির মধ্য দিয়ে সময় পার করছেন তারা। সকাল থেকেই ট্রেন, বাস ও পায়ে হেটে ইজতেমা প্রাঙ্গণের পৌঁছায় মুসল্লিরা।

ইজতেমার দ্বিতীয় পর্বে ২৮টি খিত্তায় অংশ নিয়েছিলেন ১৬ জেলার মুসল্লিরা। পাশাপাশি ছিলেন বিদেশি মুসল্লিরাও।

গত ১২ জানুয়ারি শুরু হয় ইজতেমার প্রথম পর্ব, শেষ হয় ১৪ জানুয়ারি।

যমুনা অনলাইন: এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply