লেবাননে বাংলাদেশিদের মানবেতর জীবন, ফিরতে চান দেশে

|

করোনাভাইরাস মহামারীর মধ্যে লেবাননে চলছে টানা লকডাউন। এতে কাজ হারিয়ে বহু বাংলাদেশি এখন মানবেতর দিন কাটাচ্ছে। অর্থনৈতিক মন্দার মধ্যে করোনার প্রভাবে দেশটিতে বেড়েছে বেকারত্বও। এমন কঠিন পরিস্থিতিতে একটু বেঁচে থাকার আশায় অনেকেই বদল করেছেন দীর্ঘদিনের পেশা। টিকে থাকতে কেউ কেউ রাস্তায় বসে বিক্রি করছেন পুরনো জিনিসপত্র।

এদিকে, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশেও ফিরতে পারছেন না তারা। বলছেন, প্রবাসের মাটিতে বসে খাওয়ার সুযোগ নেই। তাই খেয়ে পড়ে বাঁচতে বাধ্য হয়ে ফুটপাতে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এখন যে কোন উপায়ে দেশে ফিরতে মরিয়া সেখানে থাকা বাংলাদেশিরা।

কর্মহীন এবং নানা অনিশ্চয়তার মধ্যে থাকা প্রবাসীরা সংকট সমাধানে চান বাংলাদেশ সরকারের সহায়তা। তাদের আশা, সরকারের সহযোগিতা পেলেই তারা ফিরতে পারেন নিজ মাতৃভূমিতে।

গেলো বছরের সেপ্টেম্বর থেকেই অর্থনৈতিক মন্দায় লেবানন। করোনার কারণে সেই সংকট বেড়েছে বহুগুণে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply