খুলনায় করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

|

খুলনা ব্যুরো
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন মারা গেছেন।

মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারের ফোকালপার্সন ডা. মিজানুর রহমান জানান, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে নগরীর বাবুখান রোডের ৭০ বছরের এক বৃদ্ধ ২২ জুন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

তিনি আরও জানান, একই উপসর্গ নিয়ে নড়াইলের মহেশখোলা গ্রামের ৩৬ বছরের এক ব্যক্তি ও খুলনার সরকারি সুন্দরবন কলেজের পাশের এলাকার ৫৫ বছরের এক বৃদ্ধ ২২ জুন বিকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পৃথক সময় তারাও মারা যান।

তিনজনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply