কোপা ইটালিয়ান হাত ছাড়া হলেও সিরি আ’তে নিজেদের দাপট ধরে রেখেছে জুভেন্টাস। পুনোরায় শুরু হওয়া ইটালিয়ান লিগে নিজেদের প্রথম ম্যাচে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তারা।
বোলোনিয়ার মাঠে প্রথমার্ধেই দুই গোলের দেখা পায় তুরিনের ওল্ড লেডিরা। ২৩ মিনিটে ভিএআর থেকে পেনাল্টি পায় জুভেন্টাস। গত ১২ জুন কোপা ইতালিয়ার সেমিফাইনালে এসি মিলানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। কাল আবারও একই পরীক্ষার সামনে পড়ে আর কোন ভুল করেন নি। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন।
ম্যাচের ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করোনা জয়ী ফুটবলার পাওলো দিবালা। সতীর্থের ব্যাক হিল পাস থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন তিনি। এই জয়ের ফলে ২৭ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট জুভেন্টাসের। খেলার যোগ করা সময়ে দানিলোর লাল কার্ড দেখা এ ম্যাচে জুভেন্টাসের একমাত্র আক্ষেপ।
১ ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে লাৎসিও।
Leave a reply