কাবুলের অভিজাত হোটেলে সন্ত্রাসী হামলা

|

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি অভিজাত হোটেলে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কয়েকজনের। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে অন্তত দুই হামলাকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে, কাবুলের হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢুকে পড়ে অতিথিদের দিকে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে অন্তত চার বন্দুকধারী। এসময় জিম্মি করা হয় বেশ কয়েকজনকে। মূলত বিদেশীদের লক্ষ্য করেই চালানো হয় হামলা।

হোটেল ভবনের একাংশে আগুনও লাগিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারীদের সন্ধানে হোটেলে চিরুনি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। অবশ্য আত্মঘাতী বোমা হামলার শঙ্কায় বেশ সতর্ক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। কাবুলের হোটেলগুলোর ব্যাপারে মার্কিন দূতাবাস সতর্কতা জারির কয়েকদিন পরই চালানো হলো সন্ত্রাসী হামলা।

এর আগে ২০১১ সালে এই হোটেলে তালেবানের হামলায় ২১ জন নিহত হয়েছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply