আরও ৪ জেলার রেডজোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

|

দেশের আরও ৪ জেলায় রেডজোন ঘোষিত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংক্রামক রােগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোভিড-১৯ নিয়ন্ত্রণে জনপ্রশাসন মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। সাধারণ ছুটি ঘোষিত সেইসকল এলাকাগুলো হলো- কক্সবাজার, মাগুরা, খুলনা, হবিগঞ্জ।

কক্সবাজার: কক্সবাজার পৌরসভা, টেকনাফ পৌরসভা, রাজাপালং এর ২, ৫, ৬, ৯ নং ওয়ার্ড, কোটবাড়ি বাজার, বালুখালী ও থাইংখালী বাজার।

মাগুরা: মাগুরা পৌরসভার একতা কাঁচাবাজার, খানপাড়া ও পিটিআই পাড়া এলাকা।

খুলনা: খুলনা সিটির ১৭ ও ২৪ নং ওয়ার্ড, আইচগাতী ইউনিয়ন।

হবিগঞ্জ: বাহুবল ইউনিয়ন।

এর আগে রোববার (২১ জুন) রাতে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে রেডজোন ঘোষিত ১০টি জেলার এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১০টি জেলা হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। পরে গতকাল সোমবার ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুষ্টিয়ার রেডজোন ঘোষিত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply