মেক্সিকোয় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ গেছে কমপক্ষে পাঁচ জনের। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কারণে দেশটির উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
২০১৭ সালে মধ্য মেক্সিকোতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৩৫৫ জন প্রাণ হারিয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায়। কেন্দ্রের আশপাশের ৭শ’ কিলোমিটারের বেশি এলাকা প্রকম্পিত হয়েছে। ফাটল দেখা দিয়েছে বহু বাড়িঘরে। রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। রাজধানী মেক্সিকো সিটিতে বিধ্বস্ত অন্তত ৩০টি ভবন।
ভূমিকম্পের পর অনুভূত হয় অন্তত ১৪০টি আফটার শক। মধ্য আমেরিকাসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় সুনামির আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a reply