কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইমাম হোসেন নামে (৩৫) এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবী নিহত ইমাম হোসেন একজন মাদক কারবারী।
বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী তিন রাস্তার মাথা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙ্গিখালী এলাকার সুলতান আহমদের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে সড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিলো। এসময় একটি সিএনজি টেক্সিকে থামার সংকেত দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে তারা। এসময় পুলিশ পাল্টা গুলি করলে মাদক কারবারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে আহত একজন গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, বন্দুকযুদ্ধের পর উত্তেজিত জনতা মাদক পাচারে ব্যবহৃত সিএনজি টেক্সিটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল থেকে ৩ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
Leave a reply