ফিলিস্তিনি আরও এক যুবককে হত্যা করলো ইসরায়েলিরা

|

ফিলিস্তিনের আরও এক যুবককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেমের আবুদিস গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিলিস্তিনি যুবকের নাম আহমাদ মুস্তাফা (২৮) বলে জানায় ইরানভিত্তিক গণমাধ্যম পার্স টুডে।। ওই যুবককে গাড়ি চাপা দিয়ে হত্যার পরিকল্পনা করে বলে দাবি করেছে ঘাতকরা। এর আগে গতকাল আবুদিস গ্রামে ইসরাইলি সেনাদের হামলায় দুই ফিলিস্তিনি আহত হয়।

এদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূখণ্ডকে ইসরাইলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ অবস্থায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে হত্যা ও নৃশংসতা বাড়িয়েছে ইসরায়েল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply