চীনা ও ভারতীয় সেনাদের লড়াইয়ের ভিডিও ভাইরাল

|

চীনা ও ভারতীয় সেনাদের লড়াইয়ের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সেনা সূত্রের দাবি, ভিডিওটি সিকিমে তোলা। তবে তা কবে তোলা হয়েছে তা স্পষ্ট নয়। তবে ৯ মে সিকিমের নাকুলায় ভারতীয় ও চীনা সেনার ধস্তাধস্তি হয়েছিল।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনো একটি তুষারে ঢাকা পার্বত্য এলাকায় ধস্তাধস্তি হচ্ছে ভারতীয় ও চীনা সেনার। উভয়পক্ষ একে অপরকে ঘুষি মারছেন। সেই সঙ্গে চলছে ধাক্কাধাক্কি। তার মাঝেই দুই পক্ষের সেনাদের কয়েকজন চিৎকার করে বলছেন ‘লড়াই কোরো না’, ‘ফিরে যাও’।

কয়েক সপ্তাহ ধরে সীমান্তে চীন-ভারত উত্তেজনা চলছে। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দুই দেশের সঙ্গে অমীমাংসিত ২২ মাইল প্রকৃত নিয়ন্ত্রণ রেখা রয়েছে। ১৯৬২ সাল থেকে অরুণাচল, সিকিম ও লাদাখ সীমান্তে প্রতিবেশী দুই দেশের সঙ্গে একাধিক সংঘর্ষ হয়েছে।

সর্বশেষ ১৫ জুন লাদাখে কোনো প্রকার গুলি বিনিময় ছাড়াই শারিরীক লড়াইয়ে ভারতের ২০ সেনা সদস্য নিহত হয়েছে। যদিও চীনের পক্ষ থেকে তাদের সেনাদের হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

https://www.facebook.com/113929126694785/videos/2616127481822540/?v=2616127481822540


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply