লাল গালিচায় পা ফেলে একে একে আগমন ঘটলো হিন্দি সিনেমার সব রথী-মহারথীদের। তারায় তারায় দ্যুতি ছড়িয়েছে পুরো আসর। বলছিলাম, হিন্দি সিনেমার অন্যতম সেরা আনুষ্ঠানিক স্বীকৃতি’র মঞ্চ ফিল্ম ফেয়ার পুরস্কারের জমকালো আসরের কথা।
চলতি বছর এই অনুষ্ঠানের ৬৩তম আসর বসেছিল শনিবার রাতে ভারতের রাজধানী ও বলিউড পাড়া হিসেবে খ্যাত মুম্বাই শহরে।
হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য বিগত বছরের সেরাদের হাতে তুলে দেওয়া হলো একেকটি ‘ব্ল্যাক লেডি ট্রফি’ বা ‘কালো নারী পদক’।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সঙ্গে ছিলেন বলিউড জগতে এসআরকে’র সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু ও খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক করন জোহর।
ফিল্ম ফেয়ার আসরে আবারও বাজিমাত করেছেন ‘কাহানি’ ও ’ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালান। ‘তুমহারি সুলু’ সিনেমায় মধ্য রাতের সখা সেজে এবারে পুরস্কারটি নিজের করে নিয়েছেন। এ নিয়ে ছয় ছয়বার ‘কালো নারী’ হস্তগত করলেন তিনি।
‘হিন্দি মিডিয়াম’ সিনেমায় অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কারটি জয় করেছেন অভিনয়ে স্নাতক ডিগ্রিধারী ইরফান খান।
সেরা পরিচালক হয়েছেন অশ্বিনী আইয়ার তিওয়ারী, তার পরিচালিত ‘বারেলি কি বরফি’ সিনেমার জন্য ।
আসুন দেখে নেই, কে কয়টি করে ‘কালো নারী’ জয় করলেন ২০১৮ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।
সেরা সিনেমা: হিন্দি মিডিয়াম
সেরা সিনেমা (ক্রিটিক): নিউটন
প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী: ‘তুমহারি সুলু’ সিনেমার জন্য বিদ্যা বালান
প্রধান চরিত্রে সেরা অভিনেতা: ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার জন্য ইরফান খান
সেরা অভিনেত্রী (ক্রিটিক): ‘সিক্রেট সুপার স্টার’ সিনেমার জন্য জায়রা ওয়াসিম
সেরা অভিনেতা (ক্রিটিক): ‘ট্র্যাপড’ সিনেমার জন্য রাজকুমার রাও
সেরা পরিচালক: ‘বেরেলি কি বরফি’ সিনেমার জন্য অশ্বিনী আইয়ার তিওয়ারি
সেরা নবাগত পরিচালক: ‘এ ডেথ ইন দ্য গুঞ্জ’ সিনেমার জন্য কঙ্কনা সেন শর্মা
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: ‘বেরেলি কি বরফি’ সিনেমার রাজকুমার রাও
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: ‘সিক্রেট সুপার স্টার’ সিনেমার মেহের ভিজ
সেরা সংলাপ: ‘শুভ মঙ্গল সবাধান’ সিনেমার সংলাপ লেখক হিতেশ কেওয়ালিয়া
সেরা চিত্রনাট্য: ‘মুক্তি ভবন’ সিনেমার জন্য শুভাশিষ ভুটিয়ানি
সেরা মৌলিক গল্প: ‘নিউটন’ সিনেমার কাহিনীর জন্য অমিত মাসুরকার
স্বল্প দৈর্ঘ্য সিনেমায় সেরা অভিনেতা: ‘খুজলি’ সিনেমার জ্যাকি শ্রুফ
স্বল্প দৈর্ঘ্য সিনেমায় সেরা অভিনেত্রী: ‘জুস’ সিনেমার শেফালি শাহ
জনপ্রিয়তার বিচারে সেরা স্বল্প দৈর্ঘ্য সিনেমা: অনাহুত
সেরা স্বল্প দৈর্ঘ্য সিনেমা ফিকশন: জুস
সেরা স্বল্প দৈর্ঘ্য সিনেমা নন-ফিকশন: ইনভিজিবল উইংস
সেরা গানের অ্যালবাম: প্রিতমের ‘জাগ্গা জাসুস’
সেরা কণ্ঠশিল্পী পুরুষ: ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ সিনেমার ‘রোকে না রুকে ন্যায়না’ গানের জন্য অরিজিত সিং
সেরা কণ্ঠশিল্পী নারী: ‘সিক্রেট সুপার স্টার’ সিনেমার ‘নাচড়ি ফিরা’ গানের জন্য মেঘনা মিশ্র
সেরা গীতিকার: ‘জাগ্গা জাসুস’ সিনেমার ‘উল্লু কা পাঠ্ঠা’ গানের জন্য অমিতাভ ভট্টাচার্য
আজীবন সম্মাননা: মালা সিনহা এবং বাপ্পি লাহিড়ী
সেরা কোরিওগ্রাফার: ‘গালতি সে মিসটেক’ এবং ‘জাগা জাসুস’ সিনেমার জন্য বিজয় গাঙ্গুলি এবং রুয়েল ড’সন বারিন্দানি
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: ‘জাগ্গা জাসুস’ সিনেমার জন্য প্রিতম
সেরা অ্যাকশন দৃশ্য: ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার জন্য টম স্ট্রুথার
সেরা সিনেমাটোগ্রাফি: ‘এ ডেথ ইন দ্য গুঞ্জ’ সিনেমার জন্য শীর্ষ রায়
সেরা সম্পাদনা: ‘ট্র্যাপড’ সিনেমার জন্য নিতিন বাইদ
যমুনা অনলাইন: এফএইচ
Leave a reply