চীন-ভারত দুই দেশই লাদাখ সীমান্তে সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে

|

কমান্ডার পর্যায়ে আলোচনার পরও লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে চীন ও ভারত। ভারত দাবি করছে আলোচনায় একমত হওয়ার পরও সীমানা থেকে চীনা সামরিক উপস্থিতি না কমায় পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে। খবর ভারতীয় গণমাধ্যমের।

ভারতীয় সামরিক কর্মকর্তারা জানায়, উপগ্রহের পাঠানো ছবি পর্যবেক্ষণ করে দেখা যায় সীমান্তের প্যাট্রোলিং পয়েন্ট-১৪-র কছে একটি বড় কাঠামো তৈরি করছে চীন সেনাবাহিনী।

ভারতীয় সেনা কর্মকর্তারা জানায়, লাদাখের সীমানায় ডেসপ্যাং, গোগরা পোস্ট-হট স্প্রিং এবং প্যাংগং সো লেক জায়গাতেও সৈন্য সমাবেশ বজায় রেখেছে চীন। সেইসাথে চীনের এলাকা থেকে গোগরা পোস্ট-হট স্প্রিং সেক্টর এবং ডেসপ্যাং লক্ষ করে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাঁজোয়া গাড়ি এবং আর্টিলারি বাহিনীও মোতায়েন করা হয়েছে।

চীনা সেনাবাহিনীর এমন প্রস্তুতির জবাবে সীমান্তে সেনাসহ আধা সামরিক বাহিনীর উপস্থিতিও বৃদ্ধি করেছে ভারত।

ইতিমধ্যেই সেখানে বেশ কয়েক কোম্পানী ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও খবর পাওয়া যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply