করোনা মহামারির কারণে অনেকটা স্থবির পুরো দেশ। বন্ধ রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। ফলে ক্ষতির মুখে পড়েছে শিক্ষার্থীরা। সেশনজট ও ক্ষতি পুষিয়ে নিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অনলাইনে কোনো পরীক্ষা নেয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
সভায় অনলাইন ক্লাসে যেতে কোন বিশ্ববিদ্যালয়ের কী ধরনের সুযোগ-সুবিধা দরকার; সেটার একটি লিখিত তালিকা ইউজিসিকে প্রস্তাব আকারে পাঠাতে বলা হয়েছে। পরে সেটি শিক্ষামন্ত্রণালয়ে পাঠাবে ইউজিসি। অনলাইনে ক্লাসের ক্ষেত্রে উপস্থিতির বাধ্যবাধকতা না রাখার পক্ষেও মত দিয়েছেন অধিকাংশ ভিসিরা।
এদিকে পহেলা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। শুরুতে কয়েকটি বিভাগে অনলাইন ক্লাস চালু করার প্রস্তুতি নিলেও এক সপ্তাহের মধ্যে অন্য বিভাগগুলোতেও ক্লাস শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Leave a reply