টয়লেট করতে গিয়ে জঙ্গলে সন্তান প্রসব, শিশু নিয়ে গেলো বন্যপশু

|

বাড়িতে শৌচাগার নেই। টয়লেট করতে গিয়ে জঙ্গলে ছেলে সন্তান প্রসব করে এক নারী। কিন্তু প্রসব যন্ত্রণা এতো বেশি ছিলো যে ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন। আর যখন জ্ঞান ফিরে পান তখন আর শিশুটিকে দেখতে পান নি। ধারনা করা হচ্ছে কোন বন্য পশু শিশুটিকে নিয়ে গেছে। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের চম্বলে। খবর জি নিউজ।

জানা যায়, ২৬ বছর বয়সী শিল্পী চৌহান জঙ্গলে প্রস্রাব করতে গিয়েছিলেন। আর তখনই তার প্রসব যন্ত্রণা শুরু হয়। জঙ্গলেই পুত্র সন্তানের জন্ম দেয়ার সময় জ্ঞান হারান তিনি। কয়েক ঘণ্টা পর জ্ঞান ফেরলে আশেপাশে সন্তানকে দেখতে পান নি। পরিবারের লোকজন জানায়, শিশুটিকে কোনও বন্য জন্তু গভীর জঙ্গলে নিয়ে গিয়েছে। এখনও শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি।

গ্রামবাসীরা জানায়, যখন ওই নারীকে উদ্ধার করা হয় তখন তার শরীর রক্তে ভেসে যাচ্ছিল।

ওই নারীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply