‘বিতর্কিত’ ঘুমর গানের দৃশ্যও বদলালেন বানসালি

|

‘ঘুমর’ গানটি মুক্তি পাওয়ার পর থেকে করণি সেনারা বানসালি’র পেছনে লেগে আছে। তাদের তোপের মুখে ডিসেম্বরের প্রথম দিন ‘পদ্মাবতী’কে মুক্তি দিতে পারেননি বানসালি।

করণি সেনাদের দাবি, রানিরা সবার সামনে অমন করে নাচতেন না, সুতরাং পদ্মাবতীকে নাচানো চলবে না। করণিদের তালে সুর মিলিয়েছেন মেবারের রাজপরিবারও।

মেবার পরিবারের মতে, সবার সামনে রানি কোমর উদোম করে নাচায়, লজ্জায় রাজপরিবারের মাথা কাটা গেছে। শুধু তাই নয়, এর মাধ্যমে পদ্মাবতীকে অপমান করা হয়েছে বলেও তারা দাবি করেন।

করণি সেনাদের তোপ থেকে রেহাই পেতে, এবং মেবার রাজ পরিবারের ‘মাথা ঠিক’ রাখতে সেন্সর বোর্ডের আদেশেই ‘ঘুমর’ গানে নায়িকা দীপিকার কোমর ঢেকে দিয়েছেন বানসালি। নতুন করে দৃশ্য ধারণ সম্ভব, নয় কম্পিউটারে স্পেশাল ইফেক্টের মাধ্যমে অনাবৃত অংশ কাপড় দিয়ে ঢেকেছেন পরিচালক।

কিন্তু এতেও খুশি নয় করণি সেনারা। তারা জানিয়েছে, চলতি মাসের ২৫ তারিখ ‘পদ্মাবত’-এর মুক্তির দিনে তারা ভারত বনধ ডাকবে।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply