বরগুনায় আলোচিত রিফাত হত্যার এক বছর আজ

|

বরগুনায় আলোচিত রিফাত হত্যার এক বছর আজ। হত্যা মামলাটির কার্যক্রম দ্রুত চললেও কোভিড নাইনটিনের কারণে বর্তমানে বন্ধ আছে আদালতের কার্যক্রম। তবে মামলার কার্যক্রম আবারও শুরু হলে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা রিফাতের পরিবারের।

২০১৯ সালের এই দিনে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে নিয়ে ফেরার পথে, বরগুনা সরকারি কলেজ গেটের সামনে প্রকাশ্যে হামলার শিকার হন রিফাত। ঘটনার দিন বিকেলেই হাসপাতালে মারা যান রিফাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ভাইরাল হলে, দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।

রিফাত হত্যা মামলায় একে একে গ্রেফতার হয় প্রধান আসামি, ০০৭ বন্ড বাহিনীর প্রধান নয়ন বন্ড, রিফাত ফরাজি, রিশান ফরাজিসহ ২৩ আসামি। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় নয়ন বন্ড। ধীরে ধীরে ঘটনার মোড় ঘুরলে স্বাক্ষী থেকে আসামি বনে যান রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিও।

গত বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে বরগুনা জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। কিন্তু করোনায় বন্ধ হয়ে যায় আদালতের কার্যক্রম। মামলার কার্যক্রম আবারও শুরু হলে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা রিফাতের মা-বাবার।

অন্যদিকে মিন্নির বাবার দাবি, একটি কুচক্রি মহলের কারণে তার মেয়ে স্বাক্ষী থেকে আসামি।

বর্তমানে মিন্নি ছাড়াও জামিনে আছে আরও ৭ শিশু আসামি। এখনো পলাতক মুছা বন্ড নামে আরেক আসামি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply