করোনা চিকিৎসায় এবার সস্তা ও সহজলভ্য ওষুধ ডেক্সামেথাসন ব্যবহারের অনুমোদন দিলো ভারত।
শনিবার, ‘ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রটোকল -কোভিড নাইনটিন’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাতে নির্দেশ দেয়া হয়, মুমূর্ষু করোনা রোগীর চিকিৎসায় প্রয়োগ করা যাবে ব্যাথানাশক এই ওষুধটি।
এদিকে, ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮ হাজার ২৭৬ করোনা রোগী শনাক্ত হলো ভারতে। ফলে, ৮০ লাখের মতো নমুনা পরীক্ষায় পজিটিভ পাঁচ লাখের বেশি। মোট প্রাণহানি ১৬ হাজারের কাছাকাছি। আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। গেলো ছ’দিনে ভারতে শনাক্ত হয়েছেন এক লাখের বেশি করোনা রোগী।
Leave a reply