ভারতে বাড়ি বাড়ি গিয়ে গোবর কিনার ঘোষণা দিয়েছে ভারতের ছত্তীসগড় রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বৃহস্পতিবার এ ঘোষণা দেন।
ভূপেশ বাঘেল জানান, গরু ছেড়ে রাখার একটি ধারা লোকজনের মধ্যে রয়েছে। গবাদিপশু রাস্তাঘাটে অবাধে বিচরণ করায় অনেক বার দুর্ঘটনা ঘটেছে। যার জেরে প্রাণহানিও হয়েছে। আবার ছাড়া গরু অন্যের ফসল খেয়ে নষ্ট করেছে, এমনও হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, গরু ছেড়ে রাখার এই যে ধারা চলে আসছে, তা বন্ধ করতেই এই পদক্ষেপ।
ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী জানান, আগামী সাত-আট দিনের মধ্যেই গোবরের দাম নির্ধারিত করা হবে। এ জন্য পাঁচ সদস্যের একটি মন্ত্রী কমিটি তৈরি হয়েছে।
বাঘেল আরও জানান, গরু দুধ দেওয়া বন্ধ করলে অনেকেই গরুকে মালিকানাহীনভাবে ছেড়ে দেন। ফলে গরুগুলো রাস্তায় চরে বেড়ায়। গোবর কেনা শুরু হলে আর্থিক উপার্জনের কথা ভেবে কেউ আর গরু ছেড়ে রাখবেন না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রেডিয়োয় তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ‘গোবর-ধন’ যোজনার কথা শুনিয়েছিলেন।
Leave a reply