ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরিচারচর এলাকার নদী তীরবর্তী মানুষদের ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন থেকে রক্ষা ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ব্রহ্মপুত্র নদের তীরে মরিচারচর গ্রামের শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উচাখিলা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাসান সেলিম, মুক্তিযোদ্ধা নোমান চৌধুরী, শরিফুল ইসলাম প্রমূখ।
বক্তারা জানায়, ব্রহ্মপুত্র নদ গত কয়েক বছরে তার গতিপথ পরিবর্তন করে মরিচারচর গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত হওয়ায় গ্রামে অসংখ্য ঘরবাড়ি ও ফসলের জমি ভাঙ্গনের কবলে বিলীন হয়ে গেছে। এসময় গ্রামবাসী নকশা অনুযায়ী নদী খনন করে স্থায়ী বাঁধ নির্মাণ করে গ্রামের বিশ হাজার পরিবারকে ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবি জানান।
Leave a reply