আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো ভারত। প্রথমবার দেশটিতে একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ২০ হাজারের বেশি। মোট আক্রান্ত পাঁচ লাখ ৩০ হাজারের মতো। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ হাজার।
শনিবার মারা গেছেন ৪শ’র বেশি মানুষ। এ পর্যন্ত প্রায় ৮০ লাখ নমুনা পরীক্ষা হয়েছে দেশটিতে। যাতে সংক্রমণের হার ৬.৬৩ শতাংশ। বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখের বেশি মানুষ।
২৪ ঘণ্টায় রাজ্যভিত্তিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, পশ্চিমবঙ্গসহ নয়টি প্রদেশে। চতুর্থ রাজ্য হিসেবে দৈনিক সংক্রমণ এক হাজার পেরিয়েছে তেলেঙ্গানায়। পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে গুজরাট, বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, কেরালা, হরিয়ানায়।
Leave a reply