Site icon Jamuna Television

রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের গাড়িতে পথচারী নিহত, সড়ক অবরোধ

ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মিনিবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে। আজ রোববার দুপুর ১টায় দাশুড়িয়া-পাকশী মহাসড়কের দিয়াড় বাঘইল করিমের মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম আব্দুস সাত্তার (৬৫)। তিনি পাকশীর দিয়াড় বাঘইলের মৃত সোনা মণ্ডলের ছেলে এবং পেশায় ভ্যানচালক।

নিহতের নাতি তারেকুল ইসলাম জানান, তার দাদা আব্দুস সাত্তার মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেটে বাড়ি আসার পথে পিছন দিক থেকে রুপপুর আনবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি মিনিবাস (ঢাকা মেট্রো-১০১৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

তিনি জানান, সিলভার রঙের মিনিবাসটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদেশীদের নিয়ে গ্রিণসিটিতে যাচ্ছিলো। তিনি আরও জানান, তার দাদা আব্দুস সাত্তার রাস্তার অনেক পাশ দিয়ে যাওয়ার পরও মিনিবাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Exit mobile version