দীর্ঘ লকডাউনের পর সারাবিশ্ব পর্যটনের জন্য ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে। সংক্রমণের এই সময়ে পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন দেশ নানাবিধ উদ্যোগ নিচ্ছে।
তেমনি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উজবেকিস্তান। দেশটিতে ভ্রমণের সময় যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হন, তা হলে তিনি পাবেন তিন হাজার ডলার (২ লাখ ৬০ হাজার টাকা)!খবর ইনসাইডার এর।
খবরে বলা হয়, উজবেকিস্তান ইতোমধ্যে ‘সেফ ট্রাভেল গ্যারান্টেড’ (নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা) শীর্ষক প্রচার শুরু করেছে। মূলত এর আওতায় কোনো বিদেশি ভ্রমণকালে করোনায় আক্রান্ত হলে তিন হাজার ডলার পাবেন।
গত ২৩ জুন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজায়োইয়েভ এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন। চিকিৎসা ব্যয়ের কথা ভেবে টাকার অঙ্ক নির্ধারণ করেছে উজবেক সরকার। সেখানে করোনা রোগীদের চিকিৎসা করাতে তিন হাজার ডলার লাগে।
যুক্তরাজ্যে উজবেকিস্তানের পর্যটন দূত সোফি ইবোটসন বলেন, ভ্রমণের ব্যাপারে আমরা পর্যটকদের আশ্বস্ত করতে চাই। সরকার আত্মবিশ্বাসী, পর্যটন খাতে কার্যকর হওয়া নতুন সুরক্ষা ও স্বাস্থ্যবিধির সুবাদে করোনাঝুঁকি এড়ানো যাবে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট কথা দিয়েছেন– ভ্রমণে এসে কেউ করোনায় আক্রান্ত হলে ক্ষতিপূরণ দেয়া হবে।
উজবেকিস্তানের শহর কীভাবে এই সুবিধা পাবেন-
১. অবশ্যই উজবেকিস্তানের স্থানীয় ট্যুর গাইড নিয়ে ভ্রমণ করতে হবে।
২. গাইড, হোটেল ও পর্যটন স্পটগুলোর স্থানীয় সরকারের কাছ থেকে পাওয়া সনদ থাকতে হবে।
৩. উজবেকিস্তান শুধু কম ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ভ্রমণের সুযোগ দিচ্ছে। যেমন– চীন, ইসরাইল, জাপান ও দক্ষিণ কোরিয়া।
৪. যুক্তরাজ্য ও ইউরোপ থেকে যাওয়া সবাইকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
গত মার্চের মাঝামাঝি দ্রুত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল উজবেকিস্তান। যেসব দেশে করোনা রোগীর সংখ্যা কম, উজবেকিস্তান এর মধ্যে অন্যতম।
ইউএইস/
Leave a reply