ম্যানচেস্টার ইউনাইটেডের পর এফএ কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল, চেলসি আর ম্যানচেস্টার সিটি। শেষ চারে ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ চেলসি, আর আর্সেনাল লড়বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আর্সেনালে। ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি পায় আর্সেনাল। স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন নিকোলাস পেপে। ৮৭ মিনিটে শেফিল্ডকে সমতায় ফেরান ম্যাকগোল্ড্রিক। ইনজুরি টাইমে গানারদের ত্রাতা হয়ে আসেন রিয়াল থেকে ধারে আনা দানি সেবায়োস।
লেস্টারের মাঠে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে চেলসি। ম্যাচের শুরু থেকেই ব্লুজের সাথে পাল্লা দিয়ে আক্রমণ চালায় স্বাগতিকরাও। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৬৩ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ল্যাম্পার্ড শিষ্যরা। উইলিয়ানের ক্রস থেকে চেলসিকে শেষ চারে নিয়ে যান রস বার্কলি।
শেষ কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি ২-০ গোলের জয় পায় নিউক্যাসেলের বিপক্ষে। যেখানে পেনাল্টি থেকে ৩৭ মিনিটে সিটিকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইনা। ৬৮ মিনিটে রাহিম স্টার্লিং-দ্বিতীয় গোলটি করেন।
আগামী ১৮ এবং ১৯ জুলাই লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল।
Leave a reply