শেরপুর প্রতিনিধি:
নতুন কোন কর আরোপ ছাড়াই প্রাচীনতম শেরপুর পৌর সভার ২০২০-২১ অর্থ বছরে ৬৫ কোটি ৮৭ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পৌর অডিটোরিয়াম মিলনায়তনে করোনাভাইরাস জনিত সময়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে নাগরিক ও সুশিল সমাজসহ স্থানীয় সংবাদ কর্মীদের উপস্থিতিতে পৌর মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এ বাজেট ঘোষণা করেন।
এ সময় পৌর মেয়র শেরপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও গ্রিনসিটি হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রস্তাবিত বাজেটে পৌরসভার রাজস্বখাতে ১১ কোটি ৮৯ লাখ ৭৭ হাজার টাকা ও ১১ কোটি ৪৫ লাখ টাকার ব্যয় ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে সরকারি মঞ্জুরি, তৃতীয় নগর পরিচালন, অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, ডিপিপি, জলবায়ু প্রকল্প ও মুলধনসহ ৫৩ কোটি ৯৭ লাখ এবং বিভিন্ন খাতে মোট ৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয় ধরাসহ মোট ৬৫ কোটি ৮৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুশিল সমাজ প্রতিনিধিগন, স্থানীয় সংবাদ কর্মী ও পৌর সভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
Leave a reply