বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল সাড়ে ৪ হাজার

|

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেল সাড়ে ৪ হাজার

২৪ ঘণ্টায় আরও প্রায় চার হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৬০ হাজার। ফলে বিশ্বজুড়ে মোট মৃত্যু পাঁচ লাখ আট হাজার এবং আক্রান্তের সংখ্যা ১ কোটি চার লাখ ছাড়ালো।

সোমবার তিন শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি এক লাখ ২৯ হাজার ছুঁইছুঁই। মোট আক্রান্ত ২৭ লাখ মানুষ। যদিও দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, মারা গেছেন সাতশ’র বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৫৮ হাজারের মতো। আক্রান্ত পৌনে ১৪ লাখ। এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। চার শতাধিক মৃত্যুতে মোট প্রাণহানি ১৭ হাজার ছুঁইছুঁই। নতুন ১৭ হাজার সংক্রমণে, মোট আক্রান্ত পৌনে ছয় লাখ।

এদিকে মেক্সিকোতে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত দু’লাখ ২০ হাজারের বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply