সুনামগঞ্জ প্রতিনিধি:
বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল কমে যাওয়ায় দ্রুত নামতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। মঙ্গলবার সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর পানি কমে যাওয়ায় সুনামগঞ্জ শহরের অধিকাংশ জায়গা থেকে বন্যার পানি নেমে গেছে। শহরের মধ্যে হাজিপাড়া এলাকায় কিছু এলাকায় জলামগ্ন আছে। পানি নেমে যাওয়ায় শহরের বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। জেলা শহরের সঙ্গে বিশ্বম্ভরপুর উপজেলার সড়ক যোগাযোগ স্বাভাবিক হলেও তাহিরপুর উপজেলার সঙ্গে এখনও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃষ্টিপাত না হলে আজকের মধ্যে সুরমার পানি বিপৎসীমার নিচে নেমে যাবে।
Leave a reply