রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়া নিষেধ

|

মহামারির প্রাদুর্ভাব রুখতে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনায় পরিবর্তন আনা হয়েছে। সীমিত চলাচলের নতুন নির্দেশনায় বাড়ির বাইরে থাকার সময় ৩ ঘণ্টা বাড়ানো হয়েছে।

দেশে করোনাভাইরাসে রেকর্ড মৃত্যুর দিনে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবে না।

বরাবরের মতো বাড়ির বাইরে মাস্ক পরিধান করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে বলা হয়েছে। এসব স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবারের নির্দেশনায় আরও বলা হয়েছে, হাট-বাজার, দোকানপাট এবং শপিংমল সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply