চলতি মাসেই ভারতের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

|

করোনার অ্যান্টিবডি আবিষ্কারের দাবি ক্যালিফোর্নিয়ার বায়োটেক সংস্থার

চলতি মাসেই ভারতের সম্ভাব্য করোনাভাইরাস প্রতিষেধক ‘কো-ভ্যাকসিনের’ পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে মানবশরীরে। দেশটির জাতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এ ছাড়পত্র দিয়েছে। দু’দফায় এ পরীক্ষা হবে বলে জানানো হয়।

হায়দ্রাবাদের ‘ভারত বায়োটেক’ এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ- ICMR’র সম্মিলিত প্রচেষ্টায় ভ্যাকিসনটি তৈরি করেছে। গবেষকরা বলছেন, এরইমধ্যে করোনা রোগীর জন্য নিরাপদ প্রমাণিত হয়েছে কো-ভ্যাকসিন। ‘সার্স সিওভি-টু’ নামক সংক্রামক ভাইরাসের নমুণা থেকেই আবিষ্কৃত হয়েছে টিকাটি।

মে মাসেই মোদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতের ৩০টি দল ভ্যাকসিন গবেষণায় কাজ করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply