চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন পিতা। মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন পিতা মুকুন্দ বড়ুয়া। এরপর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
সকালে আহত অবস্থায় মুকুন্দকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এলাকাবাসী ও পুলিশ। নিহত বড় মেয়ে টুকু বড়ুয়া অষ্টম শ্রেণি এবং ছোট মেয়ে নিশী বড়ুয়া পঞ্চম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় পিতা মুকুন্দ বড়ুয়াকে আটক দেখিয়েছে পটিয়া থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকুন্দ বড়ুয়া একটি দেশিয় জাহাজের কর্মচারি। পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। ঘরে দুই মেয়ে ও তিনি থাকতেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা প্রতিবেশীদের। তবে অসুস্থ থাকায় এখনও তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ।
Leave a reply