রডবোঝাই ট্রাক উল্টে ৪ জনের মৃত্যু

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর
রংপুরের তারাগঞ্জে একটি রডবাহী ট্রাক উল্টে শ্রমিক সরদারসহ ৪ জন নিহত এবং ৩ জন শ্রমিক আহত হয়েছেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি গোলাম কিবরিয়া জানান, আজ দুপুরে তারাগঞ্জ-বুড়িরহাট বাইপাস সড়কের অনন্তপুর এলাকায় একটি রডবাহী ট্রাক(ঢাকা মেট্রো-ট-১৩-৬৬৬৫) রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তারাগঞ্জ বাসস্ট্যান্ড লেবার শ্রমিক সর্দারকুশা ইউনিয়নের দোলাপাড়ার আবু বক্কর (৬৫) ও একই গ্রামের খয়রাত হোসেন (৪০) মারা যায়। আহত ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন।

তারা হলেন, একই ইউনিয়নের ওলিন (৬৫) ফরহাদ (২০)। এরা সবাই তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে রড লোড করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান মন্ডলের বাড়ির গোডাউনে আনলোড করার জন্য যাচ্ছিল।

এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কটি ট্রাক চলাচলের অনুপোযোগী ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply