কোরবানির পশুরহাট করোনা সংক্রমণের হার আরও বাড়িয়ে দেয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে গভীর চিন্তাভাবনা করে কার্যকর গাইডলাইন তৈরি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, প্রয়োজনে পশুরহাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। যত্রতত্র, মহাসড়ক ও এর আশেপাশে পশুরহাটের অনুমতি দেয়া যাবে না। কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানীর পশুরহাট স্বাস্থ্যঝুঁকির ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। সকলকে ঐক্য ও সাহসিকতার সাথে দুর্যোগ উত্তরণে কাজ কারারও আহ্বান জানান ওবায়দুল কাদের।
Leave a reply