করোনার মধ্যে আফ্রিকার বতসোয়ানায় তিনশ’রও বেশি হাতির রহস্য জনক মৃত্যু হয়েছে। গত দুই মাসে এই হাতিগুলো মারা যায়। একসঙ্গে কি করে এত সংখ্যক হাতি মারা গেল তার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে এই ঘটনার প্রকৃত কারণ জানতে আরও সপ্তাহখানেক লাগতে পারে বলে জানায় সরকার। খবর বিবিসি।
আফ্রিকার সব হাতির তিনভাগের একভাগ বতসোয়ানায় রয়েছে।
স্থানীয়রা জানায়, গত মে মাসের মধ্যবর্তী সময়ে কোনও এক অজানা কারণে সেখানকার ১৬৯ টি হাতি মারা যায়। যাতে ওই অঞ্চলের ৭০ শতাংশ হাতির মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত দুই মাসে ডেল্টা অঞ্চলে প্রায় ৩৫০ টি হাতি অজ্ঞাত কারণে মারা গিয়েছে।
হাতি মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, সবকটি হাতিই মারা গিয়েছে বন থেকে কিছু দূরে অবস্থিত স্থানীয় একটি জলাশয়ের কাছে। তাই অনুমান করা হচ্ছে, ওই জলাশয়ের পানিতে কোনও রাসায়নিক পদার্থ বা বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে।
Leave a reply