সংবিধান সংশোধনের পক্ষে রায়, ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকছে পুতিন

|

রাশিয়ায় ২০৩৬ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে রাশিয়ার অধিকাংশ মানুষ। এতে ভ্লাদিমির পুতিনের ক্ষমতায় থাকার রাস্তা পরিষ্কার হয়ে গেল।

জানা যায়, ৮৭ শতাংশ ভোট গণনা হয়েছে এবং ৭২ শতাংশ ভোটার সংবিধান সংশোধনের পক্ষে রায় দিয়েছেন। মস্কো এবং পশ্চিম রাশিয়ার বিভিন্ন অংশে গণভোটে ভোটদানের হার ছিল ৬৫ শতাংশ। কোনও কোনও অঞ্চলে প্রায় ৯০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বলে দাবি নির্বাচনী কর্মকর্তাদের।

তবে গণভোটকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগও উঠেছে। তা নিয়ে মস্কোয় তুমুল বিক্ষোভও হয়।সমালোচকরা বলেন, ভোটের ফলাফলে কারচুপির জন্য এক সপ্তাহ ধরে ভোটদান প্রক্রিয়া চলেছে।

গণভোটের আগেই রাশিয়ার সংসদে অনায়াসে পাশ হয়ে গিয়েছিল সংশোধনী প্রস্তাব। সংসদে পাশ হওয়া সত্ত্বেও দেশে তার সমর্থন অটুট প্রমাণ করতেই করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও গণভোট আয়োজন করেন পুতিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply