বর্ণবাদী বক্তব্য প্রচার ইস্যুতে ফেসবুক বর্জনকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৪শ’ ছাড়ালো। বিজ্ঞাপন বন্ধের মাধ্যমে প্রতিবাদে শামিল হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় বহু প্রতিষ্ঠান।
বর্জনকারীর তালিকায় প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন প্রতিষ্ঠান। বেশ কিছুদিন ধরেই ‘স্টপ, হেইট ফর প্রফিট’ নামে প্রচারণা চলছে ফেসবুকের বিরুদ্ধে। অভিযোগ, নির্বিচারে বর্ণবাদে উস্কানিমূলক কনটেন্ট প্রচারিত হয় মাধ্যমটিতে। তীব্র সমালোচনার মুখে বেশ কিছু পোস্ট সরিয়ে নিলেও এ পদক্ষেপ যথেষ্ঠ নয় বলে দাবি, সমালোচকদের।
মূলত পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর জেরে শুরু হয় ফেসবুক বর্জন কর্মসূচি। বিজ্ঞাপন বন্ধের তালিকায় আছে ইউনিলিভার, অ্যাডিডাস, হোন্ডা, কোকা কোলার মতো জায়ান্ট কোম্পানিগুলোও।
Leave a reply