পদ্মায় ভাঙনে এলাকা ছাড়ছে মানুষ

|

স্টাফ রিপোর্টার:

পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় মাদারীপুরের শিবচর উপজেলার তিনটি ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে চরজানাজাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িসহ শতাধিক ঘর ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। ভয়াবহ ভাঙ্গন ঝুকিতে রয়েছে একাধিক স্কুল, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক ও বাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে বন্দরখোলার অস্থায়ী বাঁধের প্রায় ৩০ মিটার। নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

চরজানাজাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রায়হান সরকার বলেন, হঠাৎ করে পদ্মায় পানি বাড়ায় আমার বাড়িসহ চরের প্রায় শতাধিক ঘর সরিয়ে নেয়া হয়েছে। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply