লা লিগায় সার্জিও রামোসের পেনাল্টি গোলে শিরোপার পথে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। গেতাফেকে হারিয়ে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেলো গ্যালাকটিকোরা।
বার্সা সবশেষ দুই ম্যাচে ড্র করায় রিয়ালের সামনে সুযোগ আসে চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাবার। আলফ্রেড ডি স্টেফানো মাঠে অবশ্য শুরু থেকে দাপট দেখাতে পারেনি জিদান শিষ্যরা। একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধ ছিলো গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেও নিজেদের রক্ষণ ধরে রাখে গেতাফে। তবে ৭৯ মিনিটে ভুল করে বসে সফরকারীরা।
ডি বক্সের ভেতর কারভাহাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। যেখানে স্পট কিক থেকে দলের জয় নিশ্চিত করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
Leave a reply