বেলুনে চড়ে মহাকাশে পাড়ি? স্বপ্ন নয় হতে যাচ্ছে বাস্তব

|

এবার বেলুনে চড়ে মহাকাশে যাওয়া যাবে। আর এই বেলুনে থাকবে একটি বার ও রেস্টরুমসহ আরও অনেক কিছু। কি ভাবছেন কোন সাইন্স ফিকশন মুভির কথা বলছি বা স্বপ্নের কথা। না কিছুদিনের মধ্যেই সত্যি হতে চলেছে এই মহাকাশ ভ্রমণ। আর এই কল্পনাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে ‘স্পেস পারস্পেকটিভ’ নামের একটি বেসরকারি মার্কিন সংস্থা। খবর সিএনএন।

সংস্থাটি জানায়, বেলুনে করেই এবার পৃথিবী থেকে মহাকাশে যেতে পারবে অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষ। ‘স্পেসশিপ নেপচুন’ নামে একটি উন্নত ধরণের বেলুন ব্যবহার করে এই ভ্রমণ করা যাবে। ২০২১ সালের গোড়ার দিকেই পরীক্ষামূলকভাবে ‘স্পেসশিপ নেপচুন’ কে মহাকাশে পাঠাবে ওই মার্কিন সংস্থা।

আরও জানায়, ভূপৃষ্ঠ থেকে ১ লক্ষ ফুট উপরের দুনিয়া কেমন, সেই আনন্দ উপভোগ করতে পারবেন বেলুনের যাত্রীরা। ওই বেলুনে একসঙ্গে ৮ জন করে পর্যটক উঠতে পারবেন, যা ঘণ্টায় ১২ মাইল বেগে ধীর গতিতে উড়ে যাবে মহাশূন্যের দিকে। প্রায় ঘণ্টা ছয়েক ওই রোমহর্ষক ভ্রমণ উপভোগ করতে পারবেন যাত্রীরা।

জানা গেছে, মহাকাশে বেলুনটি ঠিক আটলান্টিক মহাসাগরের উপরে গিয়ে অবস্থান করবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে? সেজন্য যাত্রীদের নিরাপত্তার জন্য থাকবে একটি জাহাজ।

এই ভ্রমণের একটি টিকিটের দাম পড়বে ১ লাখ ২৫ হাজার ডলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply