পিপিপি’র মাধ্যমে পাটকল আবার চালু করা হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

|

বন্ধ পাটকল শ্রমিকদের পুনর্বাসন করা হবে। বাজেটে অর্থ ছাড় হলেই শোধ করা হবে সমস্ত বকেয়া। সেইসাথে পিপিপির মাধ্যমে এসব পাটকলগুলো আবার চালু করা হবে। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আর শ্রম প্রতিমন্ত্রী’র দাবি করেছেন, পাটের সোনালী অতীত ফিরিয়ে আনাতে লোকসানে থাকা এসব কলগুলো বন্ধ করা হয়েছে।

ধারাবাহিক লোকসানে থাকা ২৬টি পাটকল বন্ধের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরতে বস্ত্র ও পাটমন্ত্রীর বাসভবনে আজ আয়োজন করা হয় সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে সাথে নিয়ে মন্ত্রী দাবি করেন, সোনালি আঁশের সুদিন ফিরাতে বদ্ধ পরিকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই পিপিপির মাধ্যমে মিলগুলি আবার চালু করার পরিকল্পনা নিচ্ছে সরকার। তবে তার আগে, শোধ করা হবে প্রায় ২৫ হাজার শ্রমিকদের সব পাওনা। অপেক্ষা শুধু অর্থছাড়ের।

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী কোনো শ্রমিককে চাকরিচ্যূত করেননি; বরং পাওনা পরিশোধ করে অবসরে পাটিয়েছেন। সব ঠিক থাকলে, আগামী তিন থেকে চার মাসের মধ্যে কলগুলো ফের সচল হবে বলে আশা করেন তিনি।

এরআগে গতকাল বৃহস্পতিবার শ্রমিকদের ‘শতভাগ’ পাওনা বুঝিয়ে দিয়ে দেশের রাষ্ট্রায়ত্ত সব পাটকল বন্ধ ঘোষণা করে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply