খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আনন্দ মিছিল

|

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে খুলনায় আনন্দ র‌্যালি

দীর্ঘদিন লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে শ্রমিকদের সমুদয় বকেয়া এককালীন পরিশোধের প্রতিশ্রুতিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে খুলনায় আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে খালিশপুর পিপলস গোল চত্বরে শ্রমিকরা সমবেত হয়ে মিছিল করে। মিছিলটি শিল্পাঞ্চলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্লাটিনাম জুটমিলে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক বিভিন্ন মিলে গিয়ে শ্রমিকদের মাঝে সরকারের ঘোষণার লিফলেট প্রদান করেন এবং শ্রমিকদের মিষ্টিমুখ করান। মিছিলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, পাটকল শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিজেএমসি’র কর্মকর্তাসহ খুলনাঞ্চলের নয়টি পাটকলের প্রকল্প প্রধান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পনগরী খালিশপুরের সর্বস্তরের শ্রমিক জনতা মিছিলটির আয়োজন করে। এর আগে গতকাল রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করে মিল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের নোটিশ খুলনাঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলে প্রদান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply