করোনার সংক্রমণ ঠেকাতে ২১ দিনের জন্য লকডাউন করা হলো রাজধানীর ওয়ারী এলাকা। আজ শনিবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে ‘লকডাউন’। এ সময়ে সেখানে স্বাভাবিক জীবনযাপনে থাকবে কড়াকড়ি। যা চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত।
সকাল থেকেই কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। ১৭টি প্রবেশ মুখের মধ্যে ১৫টি বন্ধ রাখা হয়েছে। খোলা রাখা ২টি পথ দিয়ে জরুরি প্রয়োজনে বের হতে পারবেন শুধু জরুরি সেবার সাথে নিয়োজিতরাই। দোকান-পাট, বিপণি বিতান, ধর্মীয় প্রতিষ্ঠানও বন্ধ থাকবে, খোলা থাকবে শুধু ওষুধের দোকান।
সকাল থেকেই এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পরার মতো। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বেশিরভাগ মানুষই বলছেন, করোনার বিরুদ্ধে লড়তে এই লকডাউনের কোনো বিকল্প নেই।
Leave a reply