ভারতে মৃত বাংলাদেশির মরদেহ ফেরৎ আনার দাবি

|

বকুলের মরদেহ পিকআপে তোলা হচ্ছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভারতে মৃত বাংলাদেশি বকুলের মরদেহ ফেরৎ আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। বাংলাদেশি নাগরিক এবং কুড়িগ্রাম জেলার অধিবাসী ২৬ জন মানুষ বৈধ পাসপোর্ট ও ভ্রমণ ভিসা নিয়ে গত মার্চ মাসে ভারতে যায়।

এরমধ্যে ২য় মেয়াদে ভারতে লকডাউন শুরু হলে ৩ মে ধুবড়ি জেলার চাপোবৎ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে সোপর্দ করে।

অন্যান্যদের সাথে ভারতীয় আসাম রাজ্যের ধুবরী জেলে বন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন কুড়িগ্রামের চিলমারী উপজেলার বাসিন্দা বকুল মিয়া (৫৫)। পরে গত ১ জুলাই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতবরণ করেন।

বকুল চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের উমর আলীর পূত্র। অন্যান্য ২৫ জনও একই উপজেলার বাসিন্দা। মৃত বকুলের মৃতদেহ আজ ৪ জুন শনিবার চেংরাবান্ধা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশের প্রশাসনের নিকট হস্তান্তর করার কথা রয়েছে ভারতীয় কর্তৃপক্ষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply