ভুতুড়ে বিদ্যুৎ বিল করার অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৪ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আরও ৩৬ প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।
শনিবার ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সাময়িক বহিষ্কার হওয়া চার জনের মধ্যে আছেন, আদাবর আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. হেলাল উদ্দিন, উপবিভাগীয় প্রকৌশলী মো. রায়হানুল আলম, সহকারী প্রকৌশলী মো. মজিবুল রহমান ভূঁইয়া ও কম্পিউটার ডেটা এন্ট্রি কো-অর্ডিনেটর জেসমিন আহমেদ।
পাশাপাশি আরও ৩৬ প্রকৌশলীকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া বেঁধে দেওয়া সাত দিনের মধ্যে ভুতুড়ে বিল সমন্বয় করতে ব্যর্থ হওয়ায়, দেশের চারটি বিদ্যুৎ বিতরণ সংস্থার প্রায় ৩০০ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিদ্যুৎ বিভাগ গঠিত টাস্কফোর্স।
করোনা মহামারির মধ্যে গত দুই মাস ধরে অতিরিক্ত বিল করার অভিযোগ বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে। শুক্রবার তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর এই ব্যবস্থা নেয় ডিপিডিসি।
ইউএইস/
Leave a reply