ইথিওপিয়ার জনপ্রিয় সংগীত শিল্পী হাছালু হুন্দেসাকে হত্যার প্রতিবাদে চলা সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে। আহত হয়েছে আরও বহু মানুষ।
স্থানীয় প্রশাসন জানায়, জাতিগত বিদ্বেষ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এই সংগীত শিল্পী দেশটির ওরোমো জাতির অধিকারের কথা বলতেন তার গানের মাধ্যমে। এর জেরেই হত্যা করা হয়েছে বলে বিচারের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ জনতা। সংঘাতময় পরিস্থিতি দমনে মোতায়েন রয়েছে সেনাবাহিনী; চলছে গণ গ্রেফতার। আটক করা হয়েছে হাজারের বেশি মানুষকে।
Leave a reply