বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, জেলের ভয় দেখিয়ে লাভ হবে না। জনগণের আধিকার আদায় করবোই। আজ বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া আরও বলেন, ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকার আমাকে বিদেশে পাঠাতে চেয়েছিল। দেশবাসীর কথা ভেবে আমি যাইনি। স্বজনহীন জীবনে দেশবাসীই আমার একমাত্র স্বজন।
তিনি বলেন, জেলের ভয় দেখিয়ে লাভ হবে না। কোন অন্যায় করিনি, দুর্নীতি করিনি। মিথ্যা মামলার রায় দেয়া হবে কাল। ন্যায়বিচার হলে অবশ্যই খালাস পাবো।
আগামীকাল জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত। রায়কে ঘিরে নানা জল্পনা কল্পনার মধ্যে খালেদা জিয়া সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, জনগণ সব সময় আমাকে নির্বাচিত করেছে। কোন নির্বাচনে আমি হারিনি। রাষ্ট্র ও দেশ পরিচালনায় যত সময় দিয়েছি তত সময় পরিবারকেও দেইনি।
আগামী নির্বাচন বিষয়ে খালেদা জিয়া বলেন, আমরা শান্তি চাই, সুষ্ঠ নির্বাচন চাই। আমাদের দাবি পূরণে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবো।
তিনি বলেন, বিএনপিকে নির্মূল করাই যেন সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক।
Leave a reply