‘গরুর গাছে ওঠা’ বা ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়া’, কেউ দেখেছেন কখনও? বলবেন, এটা কথার কথা বা গল্পেই সম্ভব। কিন্তু, একটি ভিডিও দেখার পর তা আর আপনার মনে হবে না। কারণ ভিডিওটিতে বাঘ আর এক গরুকে একই জায়গায় একসঙ্গে পানি খেতে দেখা গেল। খবর আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, সঞ্জয় ব্রাগতা নামে এক সাংবাদিক টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ ও নীলগাই ছোট্ট কৃত্রিম একটি জলাশয় থেকে পানি খাচ্ছে। এদের মধ্যে কয়েক ফুটের দূরত্ব।
চিতাবাঘটি চাইলেই নীলগাইটিকে শিকার করতে পারে। অথচ চিতাবাঘটির কাছে দাঁড়িয়েই নীলগাইটিকে পানি খেতে দেখা যাচ্ছে।
সঞ্জয় ভিডিওটির সঙ্গে পোস্টে লিখেছেন, ‘এটি রাজস্থানের জয়পুরের ঝালানা লিওপার্ড সাফারি পার্কের দৃশ্য। আর নীলগাই চিতাবাঘের কাছে বেশ ভালো শিকার।’ তবে এমন ঘটনা এ সাফারি পার্কে আগেও ঘটেছে।
কারণ, একটি নীলগাইয়ের পক্ষে প্রথমবারেই এতক্ষণ ধরে চিতাবাঘের সঙ্গে পানি খাওয়ার সাহস সঞ্চয় করা সম্ভব নয়। ধীরে ধীরে হয়তো সে তা সঞ্চয় করেছে।
ইউএইস/
Leave a reply