Site icon Jamuna Television

আত্মগোপন বিএনপির নতুন কৌশল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব-উন নবী খান সোহেলকে পুলিশ বা র‌্যাব গ্রেফতার করেনি বরং নতুন কৌশল হিসেবে বিএনপি নেতা আত্মগোপন করে থাকতে পারেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৩০ জানুয়ারি যারা পুলিশের ওপর হামলা চালিয়েছিল তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামীকাল আদালত যে রায় দেবে আইনশৃঙ্খলা বাহিনী তা বাস্তবায়ন করবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি।

যমুনা অনলাইন: এএস/

 

Exit mobile version