কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দাবি করা হচ্ছে, নিহত দুই জন রোহিঙ্গা মাদকপাচারকারী। রাতে হ্নীলার হোয়াবাং এলাকায় নাফ নদীর তীরে এ ঘটনা ঘটে।
বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হোয়াব্রাং এলাকায় অবস্থান নেয় বিজিবি জওয়ানরা। এসময় ইয়াবার চালান নিয়ে নাফ নদী সাঁতরে অনুপ্রবেশের সময় পাচারকারীদের চ্যালেঞ্জ করে বিজিবি। একপর্যায়ে বিজিবি সদস্যদের ওপর গুলি ছুঁড়ে পাচারকারিরা। দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয় দুই জন। হাসপাতালে নেয়ার পর দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলম ও বালুখালী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ ইয়াসিন। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
Leave a reply