ছোঁয়াচে হওয়ায় করোনা সংক্রমিত রোগীর সাথে কোন স্বজন থাকার অনুমতি নেই হাসপাতালে। তাই আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা কেমন, তা জানতে ব্যাকুল থাকে পরিবার। সেই ভাবনা থেকেই রোগীদের সাথে পরিবারের সরাসরি যোগাযোগের ব্যবস্থা করেছে দিল্লির লোক নায়ক জয় প্রকাশ হাসপাতাল। কর্তৃপক্ষের এমন অভিনব ব্যবস্থায় খুশি স্বজনরা।
মূলত করোনায় চিকিৎসাধীন রোগীদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় ভিডিও কল সেবা চালু করেছে দিল্লির এই হাসপাতালটি। কর্তৃপক্ষ বলছে, এতে রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে সরাসরি জানতে পারছেন স্বজনরা।
তেমনই এক স্বজন জানান, ‘সব সময় চিন্তায় থাকি ঠিক মতো ওষুধ খাচ্ছে কি-না। এখন একটু কথা বলে বেশ শান্তি লাগছে। অনেকদিন পর একটু দেখতে পেয়েছি সেটাই অনেক আনন্দের।’
১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে গেলো এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১৮ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। বিশ্বে মোট সংক্রমণের দিক থেকে ভারতের অবস্থান এখন তৃতীয়।
Leave a reply